সলঙ্গায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:৪৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:১৯:৪৮ অপরাহ্ন


মো: আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : আগামী ১৯ জুলাই ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার উদ্যোগে আজ বুধবার বাদ আসর এ বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।


আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক জামায়াতসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে সলঙ্গা বাজার এলাকার প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে গণদাবির স্লোগানে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো ১৯ জুলাইয়ের সমাবেশে যোগ দিন সফল করুন জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন।


এই মুহূর্তে, দরকার শেখ হাসিনার বিচার চাঁদাবাজের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে। দখলবাজির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিবাদ নো মোর গণমিছিলটি ডাকবাংলো মোড় থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ শেষে কদমতলায় এক শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়। পথজুড়ে প্ল্যাকার্ড ও ব্যানারে সজ্জিত নেতাকর্মীদের দৃপ্ত পদচারণা এলাকাবাসীর দৃষ্টি কাড়ে। 


এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুস সামাদ।


তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। ১৯ জুলাইয়ের সমাবেশ সেই ঐক্যের কেন্দ্রবিন্দু হবে।


এসময় আরও বক্তব্য রাখেন, সলঙ্গা থানা জামায়াতের আমির মো: রাশেদুল ইসলাম শহীদ তিনি বলেন, এ লড়াই একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসানসহ থানা জামায়াতের সিনিয়র নেতাকর্মী এবং ছয়টি ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]