রাজশাহীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ইয়াবা-সহ নারী গ্রেফতার

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:০২:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৮:০২:০০ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমন ও মোহনপুরে ইয়াবা-সহ নারী মাদক কারবারী জহুরাকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টায় পুঠিয়া থানার পুঠিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ইমন আলী (২৬), সে চারঘাট থানার রাওথা (দাড়িপাড়া) গ্রামের মোঃ বজলুর রহমান ভাদুর ছেলে।


অপর এক অভিযানে, রাজশাহীর মোহনপুরে হাতব্যাগে ইয়াবা বিক্রি করার সময় জহুরা নামের এক নারী মাদক কারবকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।  একই দিন বিকাল ৬টায় মোহনপুর থানাধীন বড়ইকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ সময় তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোছাঃ জহুরা বেগম (৩৫), সে রাজশাহীর তানোর থানার দেবীপুর গ্রামের মোঃ আবুল হোসেনের স্ত্রী। বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে। চারঘাট থানার মামলা নং-১০, তারিখ- ০৮/১২/২০২০। ওই মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত। কিন্তু সাজা ঘোষনার পর থেকেই সে পালিয়েছিল। অবশেষে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।


অপর এক অভিযানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে জোহুরা নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উভয় আসামীকে মামলা দায়ের পূর্বক স্ব -স্ব থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]