শফিপুর ফোর স্টার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০২:৫৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০২:৫৫:১৯ অপরাহ্ন


মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রতিনিধিঃ এসো তরুণ খেলার মাঠে, নিও না মাদক হাতে এই আহ্বান রেখে, বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর ফোর স্টার ফুটবল টুনামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।


উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক  মিজানুর রহমান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, সহ-সভাপতি ফারুক হোসেন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম,মৎস্য জীবি দলের সভাপতি মেদুশে মার্মা, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় শফিপুর লাল একাদশকে ২-১ গোলে পরাজিত করে শফিপুর কিংস একাদশ বিজয়ী হয়।


পরে পুরুষ্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার খলিলুর রহমান বলেন, বর্তমানে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আর এই ব্যাধি থেকে মুক্তি পেতে খেলাধুলা অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নাই। বিগত পতিত সরকার দেশের যুব সমাজকে মাদক দিয়ে একেবারে শেষ করে দেয়। ভবিষ্যতে খেলাদুলা নিয়ে আমি আরও কাজ করব ইনশাআল্লাহ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]