পঞ্চগড়ে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:৫৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:৫৫:৪৬ অপরাহ্ন


মোঃ মোহন মিয়া, স্টাফ রিপোর্টার।


আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা আইনজীবী সমিতির চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য দেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট মির্জা আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বারী, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট ইয়াসিনুল ইসলাম দুলালসহ আরও অনেকে।


বক্তারা বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণ হলেও আজও পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গড়ে ওঠেনি। ফলে বিচারকরা স্বাধীনভাবে রায় দিতে পারছেন না। নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপের কারণে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে।


তারা আরও বলেন, পৃথক সচিবালয় না থাকার কারণে বিচারকগণ তাদের দায়িত্ব পালনে স্বাধীনতা বোধ করেন না। অনেক বিচারকই আইনজীবীদের কাছে স্বীকার করেছেন যে, মামলার শুনানিতে সচিবালয়ের চাপ থাকে। বিচার ব্যবস্থার ওপর এ ধরনের প্রভাব সুষ্ঠু বিচারকে প্রশ্নবিদ্ধ করছে।


উদাহরণ দিয়ে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে এক বিচারক একজন আসামিকে জামিন দিলে সচিবালয় থেকে সেই জামিন বাতিল করতে সরাসরি চাপ প্রয়োগ করা হয়েছিল। এতে বিচার বিভাগের স্বাধীনতা স্পষ্টভাবে বিঘ্নিত হয়েছে।


আইনজীবীরা অভিযোগ করেন, জুডিসিয়াল সেপারেশন বাস্তবায়নের পরও আমরা তার সুফল ভোগ করতে পারছি না। নির্বাহী বিভাগ বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, যা সংবিধান পরিপন্থী।


বক্তারা অবিলম্বে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবি জানান এবং বলেন, দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]