পঞ্চগড়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:২২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:২২:০৯ অপরাহ্ন


মোঃ মোহন মিয়া, স্টাফ রিপোর্টার। 


পঞ্চগড়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় সদর উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের মিঠাপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আবু তাহেরের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন, কনস্টেবল আঃ রাজ্জাক, নিমাই চন্দ্র সরকার, শফিকুল ইসলামসহ ডিবির একটি দল অভিযান পরিচালনা করেন।


গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মিঠাপুকুর স্কুলের সামনে পাকা রাস্তায় এক যুবক নেশাজাতীয় মাদকদ্রব্য ইনজেকশনসহ অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশের দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ পারভেজ মুন্না ওরফে মান্না (২৫)। তিনি সদর উপজেলার ডোকরোপাড়া এলাকার মোঃ মশিয়র রহমানের ছেলে।


পরে স্থানীয় দুইজন স্বাক্ষী ও ডিবি পুলিশের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কালো হাফ প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয়-
Buprenorphine Injection I.P Cooper: ১০ পিস (প্রতিটি ২ মিঃলি, মোট ২০ মিঃলি)
Easium Injection: ৩ পিস (মোট ৬ মিঃলি)
PHENEREX INJ: ৫ পিস (মোট ১০ মিঃলি)


মোট ১৮ পিস ইনজেকশন যার ওজন ৩৬ মিঃলি। এসব মাদকের বাজারমূল্য প্রায় ৩৬০০ টাকা। এসময় তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি পুরাতন মোবাইল ফোন, যার ডিসপ্লে নষ্ট এবং পিছনে কসটেপ দিয়ে মোড়ানো, উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে নগদ ১৬০০ টাকা জব্দ করা হয়েছে।


জিজ্ঞাসাবাদে পারভেজ মুন্না স্বীকার করে দীর্ঘদিন ধরে পঞ্চগড় সদরসহ আশপাশ এলাকায় নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ৩৩ (ক)/৮ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]