কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৪২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৪২:৪৯ অপরাহ্ন

 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

 
গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে কালিগঞ্জ পৌর এলাকার খোদেজা শপিং কমপ্লেক্সের ২য় তলায় (দোকান নং-২০৭) এই প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তনিমা আফ্রাদ। তিনি ফিতা কেটে এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 
প্রধান অতিথির বক্তব্যে তনিমা আফ্রাদ বলেন, সরকার নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতায় নিরলসভাবে কাজ করছে। এই প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তারা নিজেদের তৈরী পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাবেন। ফলে তাদের আর্থিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় হবে।

 
প্রকল্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, ট্রেনিং ইনচার্জ রাকিব ভূঁইয়া সহ বিভিন্ন নারী উদ্যোক্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 
উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী কেন্দ্র তাদের স্বপ্ন পূরণের একটি নতুন দ্বার উন্মোচন করেছে। তারা প্রত্যাশা করেন, এখান থেকে পণ্য বিক্রি বাড়বে এবং স্থানীয়ভাবে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন এবং বিভিন্ন নারী উদ্যোক্তার হাতে তৈরি হস্তশিল্প, পোশাক, খাবার সামগ্রীসহ নানা পণ্যের প্রশংসা করেন।
উল্লেখ্য, নারী উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা প্রশাসন আরও নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান সংশ্লিষ্টরা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]