মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন ও আইন উপেক্ষার দায়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১০হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী।
অভিযানে পৌর শহরের রাজধানী হোটেলের মালিক মো. রিয়াজুল ইসলামকে ৫ হাজার টাকা, মুন্সি হোটেলের মালিক আলমগীর মুন্সিকে ২ হাজার ৫০০ টাকা এবং ফেমাস ফার্মার মালিক মো. রেজওনুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও ক্যাব উপজেলা শাখার সভাপতি মাসউদ রানা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী বলেন, ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড় এলাকার একাধিক হোটেল ও খাবারের দোকানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শনের ব্যর্থতার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।