মতিহারে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৯:৩৪ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১৩ জুলাই) দিনগত রাত দেড়টায় নগরীর মতিহার থানাধীন ললিতাহার ভাটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


সে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পালিয়েছিল। গ্রেফতার পলাতক আসামি মোঃ সোহেল বাবু অরফে বাবুল (৩৫), সে মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকার মোঃ বাচ্চু মিয়ায় ছেলে। সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, গ্রেফতার আসামি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও অস্ত্র কারবারি। ২০২২ সালে বাবুল অবৈধ আগ্নেয়াস্ত্র বহনকালে হাতেনাতে গ্রেফতার হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।


পরবর্তীতে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে গতকাল রবিবার রাত দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে মতিহার থানা পুলিশ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]