বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও নথিপত্র

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:১৮:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:১৮:০৯ পূর্বাহ্ন

 

মোঃ আব্দুল্লা খান তপু
বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক ৭টায় অফিসের দ্বিতীয় তলায় আগুন লাগে বলে জানা গেছে।

 

ঘটনার সময় অফিসে কর্তব্যরত নাইটগার্ড উপস্থিত ছিলেন। তিনি ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বরগুনা ফায়ার সার্ভিসে ফোন করেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অগ্নিকাণ্ডে অফিসের দ্বিতীয় তলার পশ্চিম পার্শ্বের একটি রুম ক্ষতিগ্রস্ত হয়। রুমটির ভেতর থাকা একটি র‍্যাকভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র আংশিকভাবে পুড়ে গেছে। এছাড়াও আগুনে একটি ফটোস্ট্যাট মেশিন, স্ক্যানার, ডেস্কটপ কম্পিউটার এবং একটি ফ্রিজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে।

 

ঘটনার পর থেকেই আগুন লাগার উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে। যদিও এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে অফিসের একজন কর্মচারী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রুমটির বৈদ্যুতিক বোর্ডে ত্রুটি ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]