মঠবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১০:৪৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১০:৪৫:৪০ অপরাহ্ন
 
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঠবাড়িয়া পৌর শাখার উদ্যোগে হত্যা,নৈরাজ্য, মবসৃষ্টি, ও খুলনার যুবদল নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 
বিকেল ৫ টায় পিরোজপুর জেলায় মঠবাড়িয়া উপজেলার পৌরসভার চত্বরে মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, পৌর বিএনপির নেতৃত্বে হত্যা, নৈরাজ্য, মবসৃষ্টি, ও খুলনার যুবদল নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন, কে এম হুমায়ুন কবির, সাবেক আহ্বায়ক, মঠবাড়িয়া পৌর বিএনপি। জসিম উদ্দিন ফারাজি, আহবায়ক, মঠবাড়িয়া পৌর বিএনপি। 
মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক, মঠবাড়িয়া পৌর বিএনপিসহ প্রমুখ। 


বক্তারা বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্নভাবে কঠোর হয়েছি এসব বিষয়ে। আমরা চেয়েছিলাম একটি সাম্য এবং ন্যায়বিচারের রাষ্ট্র। কিন্তু গণঅভ্যুত্থানের এক বছর পরেও এসে দেখিছি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। এই সরকার যদি প্রথম দিন থেকে এসব হত্যাকাণ্ডের বিচার, মব কালচারের বিচার এবং গ্রেপ্তার করতো তাহলে সন্ত্রাসীরা এসব মব কালচারের মাধ্যমে বারবার হত্যাকাণ্ডের সাহস পেত না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]