কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণ নিয়েপ্রস্তুতিমূলক সভা

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৪৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৪৪:০১ অপরাহ্ন
 
 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

 
আগামী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

 
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। প্রস্তুতিমূলক এ সভায় অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 


এতে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.'আলাউদ্দিন সহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 
এ সম ইউএনও বলেন, জুলাই পুনর্জাগরণ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি প্রজন্মের চেতনার বার্তা। এই কর্মসূচিকে ঘিরে নতুন প্রজন্মকে ঐতিহাসিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে আমরা সচেষ্ট থাকবো।

 
সভায় অনুষ্ঠানমালার অন্তর্ভুক্ত বিভিন্ন আয়োজন যেমন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ ও পুরস্কার বিতরণের প্রস্তাবনা গৃহীত হয়।

 
উল্লেখ্য, জুলাই পুনর্জাগরণ কালীগঞ্জে একটি গৌরবময় ঐতিহাসিক স্মৃতির প্রতীক, যা স্থানীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]