মাদ্রাসার ৪ একর জায়গা অবৈধ্য দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩৫:০৩ অপরাহ্ন


মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে- দিনাজপুরের ফুলবাড়ী সংলগ্ন পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের আরজিদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রসার ৪ একর জায়গা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক দখলের প্রতিবাদে মাদ্রসার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়দের অংশগ্রহনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


গত (১৩ জুলাই) রোববার দুপুর ১২টায় উপজেলার আরজিদেবীপুর শিয়ালকোট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া মোহাম্মদ আসাদ রব্বানী বলেন, প্রায় ৬০ বছর যাবৎ মাদ্রাসা তার রেকর্ডিয় সম্পতি ভোগ দখল করে আসছে।


গত ৫ আগষ্ট একশ্রেনীর দুর্বৃত্ত সন্ত্রাসী মাদ্রাসার জায়গা তাদের বলে দাবি করে প্রায় ৪ একর জায়গা দখলে নিয়েছে। এবিষয়ে পার্বতীপুর থানায় অভিযোাগ করেও কোন সুরাহা পাওয়া যাচ্ছেনা তাই আমরা আজ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছি। আমরা গনমাধ্যমের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগীতা কামনা করছি।


এসময় মাদ্রসার সকল শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এবিষয়ে পাবর্তীপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]