মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষুভ মিছিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৪:২৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৪:৩১:১৯ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার মিটফোর্ডে যুবদল কর্তিক ভাঙ্গারি ব্যবসায়ীকে হত্যা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানায়। দিন-দুপুরে প্রকাশ্যে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে হত্যা করতে পারে এটা আমরা বিশ্বাস করতে পারি না। এই নারকীয় হত্যাকান্ডের সাথে যুবদলের যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অল্প সময়ের মধ্যে বিচার শেষ করে,প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে।

 

বর্তমান সরকারকে অপরাধ দমনে আরও কঠোর হতে হবে। দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করতে দেওয়া যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম জোনের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

 

উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহাবুবুল আলম এর সভাপতিত্বে ও উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিলের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে সূরা ও কর্ম পরিষদ সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহিবুল্লাহ, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, জামায়াত নেতা হারুনুর রশীদ তারিক, মকবুল আহমেদ, বদিউজ্জামাল, ফিরোজ আলম, মুহিবুল্লাহ বাচ্চু ও আতিক হাসান রুবেল প্রমূখ।

উত্তরা ১১ নং সেক্টর জমজম টাওয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জসিমউদ্দীন সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]