নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে এসআরডিআই’র প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা ও মতবিনিময়

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৯:৩১:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:৩১:০৭ পূর্বাহ্ন
 
 
তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি-

 
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ও মাটি পরীক্ষার উপকারিতা বিষয়ক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) উপজেলার চাঁদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাব প্রাঙ্গণে এ সভার আয়োজন করে জামালপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)।

 
সভায় এসআরডিআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন, এসআরডিআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. মোহাম্মদ শওকতুজ্জামান।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসআরডিআই’র মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডিআই’র সিএসও মোঃ মামুনুর রহমান, পিএসও জয়নাল আবেদীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

 
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পিএসও আ.খ.ম মুর্শেদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআরডিআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান।

 
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, চাঁদগাঁও মৃত্তিকা কৃষি ক্লাবের সভাপতি খন্দকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফসহ স্থানীয় ৪৫ জন কৃষক ও মৃত্তিকা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 
আলোচনা সভায় কৃষকদের মাঝে মাটি পরীক্ষা, তার প্রয়োজনীয়তা ও প্রযুক্তিগত ব্যবহারের ব্যাপারে নানা দিকনির্দেশনা ও সচেতনতা প্রদান করা হয়। বক্তারা বলেন, “মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক সার ব্যবহারে ফসল উৎপাদন বাড়ানো সম্ভব, যা কৃষকদের খরচ কমিয়ে লাভ বাড়াতে সহায়ক হবে





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]