এরা বনানী এলাকার মাদক ব্যবসায়ী-চাঁদাবাজ

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১২:২২:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১২:২২:১১ পূর্বাহ্ন
 
 
সাইফ আহমেদ, বিশেষ প্রতিবেদক


একজনের নাম তোফাজ্জল, আরেকজনের নাম জাফর। এরা রাজধানীর বনানী থানাধীন এলাকার ভয়ংকর সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। তারা নিজেদের বিএনপি নেতা পরিচয় দেয়। আগে মাদক ব্যবসা একটু ডর ভয় নিয়ে করলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা প্রকাশ্যে বেপরোয়া মাদক ব্যবসা চালাচ্ছে। এলাকার গলিতে গলিতে পিচ্চি পিচ্চি পোলাপান দিয়ে তারা ইয়াবা ব্যবসা করায়। এমন অভিযোগ করেছে এলাকাবাসী। তাদের কারণে যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। 

 
স্থানীয়রা জানায়, জাফর নিজের ঘরে বসেই মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা বিক্রি করে। তার ঘরেই প্রতিদিন বসে মাদকের আসর। সারাদিন মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। 

 
অন্যদিকে তোফাজ্জল সারাদিন এলাকায় ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করে। এছাড়া ওয়্যারলেস গেইট এলাকায় বিটিসিএল কলোনির আনসার ক্যাম্প তার গোপন আস্তানা। সেখানে বসে মাদক সেবন ও তার খুচরা সেলারদের মাদক বন্টন করে। 

 
এদের আইনের আওতায় আনা জরুরি। তবে উদ্বেগের বিষয় হলো বর্তমান প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে তাদের আঁতাত রয়েছে। হাপ্তা দিয়ে সহযোগিতা পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সদেরও। শুধু মাদক ব্যবসাতেই তারা থেমে নেই। তাদের ভয়ংকর সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী। 

 
গত বৃহস্পতিবার (১০ জুলাই) তোফাজ্জল ও জাফর চাঁদা না পেয়ে এক বাড়ির বিদ্যুৎ সংযোগ দিতে বাঁধা প্রদান করে। এ নিয়ে এলাকায় তুমুল কান্ড ঘটে যায়। 

 
বনানী থানাধীন ওয়্যারলেস গেইট এলাকায় ওই বাড়ির হিজবুল্লাহ জানায়, তাদের নির্মাণাধীন বাড়ির জন্য সন্ত্রাসী জাফর ও তোফাজ্জল দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করে আসছে। বৃহস্পতিবার আমাদের বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে আসলে তারা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বাঁধা দেয়। সকাল গড়িয়ে বিকেলে এলাকার মুরব্বিদের হস্তক্ষেপের পর সংযোগ দেওয়া হয়। এই চাঁদাবাজরা এলাকার শত্রু। 

 
বনানী থানায় ওসি মো. রাসেল সারোয়ার বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]