
নিজস্ব প্রতিবেদক- জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকা থেকে ১৮৮০ বোতল বিদেশী মদসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে, কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর যৌথ আভিযানিক দল অদ্য ১১ জুলাই ২০২৫ ইং তারিখ আনুমানিক ০৩.৫০ ঘটিকার সময় সিলেট এর শালুটিকর ব্রীজের পাশে চেকপোষ্ট করাকালে একটি ডাম্পার ট্রাককে থামানোর সংকেত দিলে তা অমান্য করে ট্রাকটি দ্রুত গতিতে সিলেট সদরের দিকে রওনা করলে ডিউটির কাজে ব্যবহৃত সরকারি হায়েস গাড়িযোগে উক্ত ডাম্পার ট্রাকটিকে অনুসরন করা হয়।
উক্ত ডাম্পার ট্রাকটি সিলেট জেলার কোন জায়গায় না থেমে দ্রুত গতিতে সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে ঢাকার দিকে রওনা করে। পরবর্তীতে হবিগঞ্জ জেলার লস্করপুর রেলক্রসিং এর সিগনাল পড়াতে উক্ত ডাম্পার ট্রাকটি হায়েস গাড়ির সামনের অংশে পিছনের বডি দ্বারা সজোরে ধাক্কা মেরে গাড়িটিকে ক্ষতিগ্রস্থ করে লস্করপুরের সরু রাস্তায় প্রবেশ করে যেতে থাকে।
অতঃপর ক্ষতিগ্রস্থ হায়েস গাড়ি নিয়ে ডাম্পার ট্রাকের পিছু নিলে কিছুদুর যাওয়ার পর হবিগঞ্জ জেলার সদর থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ চর হামুয়া এলাকার পাকা রাস্তার পাশে ট্রাকটি বাম দিকে কাত হয়ে পড়ে যায়।
ট্রাকটির বাম দিকের দরজা খুলে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় তাদেরকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে ডাম্পার ট্রাকের পিছনের বডিতে বালুর নিচে বিদেশী মদ আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সামনে ডাম্পার ট্রাকের পিছনের বডিতে বালুর নিচে রক্ষিত ১৮৮০ (আঠারো শত আশি) বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। মোঃ জীবন মিয়া (২৭), পিতা-মত শফিকুর রহমান, সাং- বারদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ আরিফ ভূইয়া (৩০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- সুফিরকান্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।