বানারীপাড়া বালিকা বিদ্যালয় এসএসির ফলাফলে এবারও সেরা

আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১২:০৮:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১২:০৮:৩৯ পূর্বাহ্ন
 
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন অক্ষুন্ন রেখেছে। সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ে গড় পাসের হার ৯০.৭২ ভাগ। বিদ্যালয়ের জেনারেল শাখায় ১৫ জন ও ভোকেশনাল শাখায় ৫ জন  মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন।
 
 
জিপিএ-৫ প্রাপ্তরা হলেন: জেনারেল শাখার শিক্ষার্থী আফিফা আক্তার, রাশিদা রহমান মাফি, প্রিয়াংকা বিশ্বাস, ইলমি আরা খান,মরিয়ম ইসলাম মুনিরা,শ্রাবনী কর্মকার, সুবহা জারিন, পায়েল আক্তার, মুনতাকা আরাবি, তারানা খান, সুরাইয়া আফরিন, মুনতাহা জহির মুনিয়া, রাইশা, শারিয়া ইসলাম ও  নাজাত ইসলাম স্মরণ। এছাড়া ভোকেশনাল শাখার জিপিএ-৫ প্রাপ্তরা হলেন অনামিকা হালদার,তাজনুর, মালিহা,আফসানা ও মারিয়া। প্রসঙ্গত, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২০২৩ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।
 
 
এবছর বরিশাল শিক্ষা বোর্ডের গড় পাসের হার যেখানে মাত্র ৫৬.৩৮ ভাগ সেখানে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৯০.৭২ ভাগ গড় পাসের হার অর্জন করে চমক সৃষ্টি করেছে। দীর্ঘ বছর ধরে এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অক্ষুন্ন রাখছে। এ বছরও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিদ্যালয়ের  শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকরা উচ্ছ্বসিত।
 
 
শিক্ষার্থীরা তাদের এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটি ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীর উচ্চ শিক্ষার স্তরেও যেন তারা এ কৃতীত্ব ধরে রাখতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
 
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তার এসএসসি পরীক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, অদম্য ইচ্ছে শক্তি, নিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও অভিভাবকদের সচেতনতায় তাদের এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি আগামীতেও বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের এ অর্জন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন তালুকদার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের এ ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে কৃতী সকল শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের উষ্ণ অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
 
 
প্রসঙ্গত, দৈনিক যুগান্তর ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশবরণ্যে সাংবাদিক গোলাম সারওয়ার দীর্ঘবছর (আমৃত্যু) বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তার সময় থেকে শুরু হওয়া বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন এখনও অক্ষুন্ন রয়েছে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]