শেরপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১১:১২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১১:১২:০২ অপরাহ্ন
 
 
তানিম আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি, শেরপুর:
 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১১ জুলাই) ভোরে উপজেলার পানিহাটা সীমান্তপথে বিএসএফ-এর ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্প এই পুশইন কার্যক্রম চালায়। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৬ জন রয়েছেন।
 
 
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, প্রায় দুই বছর আগে এসব ব্যক্তি কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন এবং নয়াদিল্লিতে অবস্থান করতে থাকেন। সম্প্রতি ভারতীয় পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছে বৈধ কাগজপত্র বা ভারতীয় পরিচয়পত্র না থাকায় তাদের প্রথমে বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটি নেওয়া হয় এবং পরে বিএসএফ কর্তৃক বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেরত আসা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। তাদের সঙ্গে আত্মীয়-স্বজনদের যোগাযোগের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
 
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (৩৯ বিজিবি) পুশইন হওয়া ব্যক্তিদের গ্রহণ করে পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]