
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আরজিদেবীপুর শিয়াালকোট আলিম মাদ্রসার সাড়ে তিন একর জায়গা দখলের প্রতিবাদে মাদ্রসার ম্যানেজিং কমিটিসহ স্থানীয়দের সাথে নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ২টায় মাদ্রসার মাঠে আলোচনা সভায় মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ একেএম মোহাম্মদ জিয়উল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপসস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া মোহাম্মদ আসাদ রব্বানী। এসময় মাদ্রসার ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনায় মাদ্রসার জায়গা প্রায় সাড়ে তিন একর জমি স্থানীয় প্রভাবশালী আসলাম আলী শাহ, ইসমাইল ও তার ভাইয়েরা গত ৫ আগস্টের পরে অবৈধ্যভাবে দখল করে। সেই জমি উদ্ধারের বিষয়ে সিন্ধান্ত গ্রহন করা হয়। এবং মাদ্রসার আশপাশের গ্রামের সবাইকে সহযোগীতার করার আহবান জানানো হয়।