হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১০:৩৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১০:৩৮:৩৬ অপরাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি- মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ ইং ০৫:০০ পিএম. কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। 

 
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচি পালন করেন, জেলার বিভিন্ন উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীরা।

 
ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে কুড়িগ্রাম-রংপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুর্ভোগে পড়েন সড়কে চলা গাড়ির চালক, যাত্রী ও শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষক ও ব্যবসায়ীরা।

 
আন্দোলনকারী কৃষক ও ব্যবসায়ীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগারের ভাড়া বৃদ্ধি করেছেন মালিকরা। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।

 
আলুচাষি আব্দুস সালাম জানান, চলতি মৌসুমে আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এ বছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সব মিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

 
আলুচাষি হাসু মিয়া বলেন, ‘গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তা এবার ৪৫০ টাকারও ওপর। এমনিতে আলুর দাম কম, এর ওপর যদি হিমাগার ভাড়া এত বেশি দিই, তাহলে আমরা কৃষকরা কীভাবে বাঁচবো? সরকারের কাছে দাবি, আমাদের কৃষকদের এই সমস্যা যেন দ্রুত সমাধান করা হয়।’

 
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, ‘কৃষক-ব্যবসায়ী প্রতিনিধিদের আগামীকাল (বুধবার) ডাকা হয়েছে। তারা আসলে হিমাগার মালিকদের সঙ্গে বসে আবারও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]