মাধবপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম আটক

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৫৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৫৬:০৬ অপরাহ্ন
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের সাত বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের আনব আলির ছেলে শাহ আলমকে (৩৭) আটক করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শাহ আলমকে শনিবার রাতে আটক করেন।


জানা গেছে, শনিবার (৫-জুলাই) দুপুরে শিশুটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে শাহ আলম তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যান পরে মা-বাবা বাড়ি ফিরলে শিশুটি এই ঘটনা খুলে বলেন।

 
খবর পেয়ে শনিবার রাতেই কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করেন। ধর্ষণের শিকার শিশুটি মালঞ্চপুর আমেনা খাতুন নুরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]