আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামী শাহাদাৎ মন্ডল গাজীপুরের ভবানীপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৩১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৩১:০৬ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর দীপা রানী পাল (২১) এর আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামী শাহাদাৎ মন্ডল (২৫) গাজীপুরের ভবানীপুরে র‌্যাব কর্তৃক গ্রেফতার।


রাজবাড়ী জেলার পাংশা এলাকায় বসবাসকারী ভিকটিম (২১) এর স্বামী সিঙ্গাপুরে প্রবাসে থাকার সুযোগে আসামী সাগর বিশ্বাস (২১) ভিকটিমকে উচ্চাকাঙ্খা ও বিবাহের প্রলোভন দেখিয়ে আসামী শাহাদাৎ মন্ডল (২৫)’সহ অপরাপর আসামীগণের সহায়তায় গত ১১/০৬/২০২৫ তারিখে ভিকটিমকে তার স্বামীর বাড়ী হতে নিয়ে যায়।


ভিকটিম বিবাহের প্রস্তাব দিলে আসামী সাগর বিশ্বাস রাজি না হয়ে তালবাহানা শুরু করে এবং ভিকটিমকে তার স্বামীর বাড়ীতে আসামীগণ দিয়ে আসে। ভিকটিম তার নিজের ও পরিবারের আত্মসম্মানের কথা চিন্তা করে গত ১২/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকা হতে ১০.৩০ ঘটিকার মধ্যে ভিকটিম তার স্বামীর বসত ঘরে সিলিং ফ্যানের রডের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।


এ ঘটনায় ডিসিস্টের বাবা রাজবাড়ী জেলার পাংশা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১৬, তারিখ-১৩/০৬/২০২৫ খ্রি., ধারা- ৩০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।



এরই ধারাবাহিকতায় অদ্য ০৬/০৭/২০২৫ তারিখ সকাল আনুমান ০৯.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১ এর সহযোগীতায় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয়* আসামী শাহাদাৎ মন্ডল (২৫),* পিতা- জব্বার মন্ডল, সাং- মৈত্রী ডাঙ্গী, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]