কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৫৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৫৭:৩৫ অপরাহ্ন


তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন হাসান (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে নদীতে নামার পর নিখোঁজ হয় সে।


দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 


স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে কালীগঞ্জের শাহ সিমেন্টঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। একপর্যায়ে ফুটবল আনতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। সাথের বন্ধুরা বিষয়টি বাড়িতে জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল এসে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।


কালীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে তারা নিখোঁজের খবর পান। তবে স্থানীয় স্টেশনে ডুবুরি দল না থাকায় দ্রুত ঢাকা হেড অফিসের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিসে যোগাযোগ করে ডুবুরি পাঠানো হয়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]