
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বারেশ্বর চৌমুহনীতে অগ্নিকান্ডে দোকান পুরে ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিটি দোকান মালিককে নগদ আর্থিক অনুদান দিয়েছেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। ৫ জুলাই (শনিবার) দুপুরে উপজেলার বারেশ্বর এলাকায় ১২ জন দোকানদার ও মার্কেট মালিকে ২ লক্ষ ৬০ হাজার টাকার এ অনুদান দেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন, এবং ব্রাহ্মণপাড়ায় শীঘ্রই একটি ফায়ার সার্ভিস স্থাপন করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত মার্কেটের সভাপতি সাহেবাবাদ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনায়েত করিম ভূইয়া, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান ভূইয়া দিদার, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুবদলের সাবেক।
সাধারণ সম্পাদক এমরান হোসেন মাষ্টার, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আনোয়ারা হোসেন, জাসাস ব্রাহ্মণপাড়া উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল হাজারী, নাছির উদ্দিন ভূইয়া, মোঃ হাসান, বাদল, বুড়িচং উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি মফিজুল ইসলাম, বুড়িচং উপজেলার শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ শহিদুল্লাহ।
এছাড়া, একই দিন বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া মধ্যপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন একটি কাঁচা সড়ক মেরামতের জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।