ঢাকা মালিবাগের এক বাসা থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৬:১৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:১৪:২৬ অপরাহ্ন
 
 
মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

 
ঢাকা রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার একটি বাসা থেকে মোঃ রাগিব নূর নোহান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল নূরের। তার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে নূর।

 
শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নূরকে মৃত ঘোষণা করেন। মোঃ রাগিব নূর নোহান বরিশালের বানারীপাড়া উপজেলার কাউনখালি গ্রামের মেহেবুর রহমানের ছেলে। তিনি বিয়াম মডেল স্কুলের অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

 
জানা যায়, নিহতের মামা মোঃ সেলিম বলেন, ‘আমরা যতটুক জানতে পেরেছি, একটি মেয়ের সঙ্গে আমার ভাগনের সম্পর্ক ছিল। 

 
আজ সকালের দিকে ওই মেয়ের ওপর অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে পরে নূর। পরে বিষয়টি আমরা জানতে পেরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাগনেকে মৃত ঘোষণা করেন 

 
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]