
ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসনে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি পছন্দ না হওয়ায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় হাজীগঞ্জ হাই হতে গাবতলা পর্যন্ত মশাল মিছিল বের হয়েছে। এ মশাল বিক্ষোভ কর্মসূচি পালন করেন, বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা।
এর আগে, রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বাক্ষরিত ভাঙ্গা পৌর সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে অহিদুজ্জান মোল্লাকে এবং সদস্য করা হয়েছে আব্দুল কুদ্দুস বাদশা (ভি.পি বাদশা) কে
বাকি ১৩ জনকে সদস্য করা হয়েছে। এ ১৫ সদস্য প্রস্তুতি কমিটির বিরুদ্ধে উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক নিষাদ বেগ,সাবেক বিএনপি যুগ্ন আহবায় সোহান মৃধাএবং সোহরাওয়ার হোসেন নেতৃত্বে দুই শতাধিক নেতা কর্মীরা মিলিত হয়ে মশাল বিক্ষোভ মিছিল করেন।