সলঙ্গায় কৌশিকুর রহমান ৪৪তম বিসিএসে নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১০:০২:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১০:০২:০১ পূর্বাহ্ন
 
মো: আখতার হোসেন হিরন, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
 
 সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়নের অর্ন্তগত আগরপুর গ্রামের মরহুম মোজাফফর হোসেন সরকারের ছোট ছেলে কৌশিকুর রহমান ৪৪ তম বিসিএসে অডিট এন্ড অ্যাকাউন্টস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
 

এবিষয়ে মুঠোফোনে কৌশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী এবং আমার অক্লান্ত প্রচেষ্টার ফলে আজকে এই স্থানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার মেধা, প্রজ্ঞা, সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে থেকে নিষ্ঠার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে পারি।
 

এ বিষয়ে তার বড় ভাই আশিকুর রহমান এর সাথে কথা বললে, তিনি বলেন আমি, আমার পরিবার, পাশাপাশি গ্রাম ইউনিয়ন আজ গর্বিত। কেননা আজকে মানুষের দোয়া ভালোবাসা, আশীর্বাদে আমার ছোট ভাইয়ের পরিশ্রমের ফল হিসাবে সে ৪৪তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে।

 

কৌশিকুর রহমানের মা বলেন, আল্লাহর কাছে হাজার হাজার বার শুকরিয়া আদায় করি, তিনি এক মায়ের কথা শুনেছেন। আমি আমার সন্তানের অনাগত ভবিষ্যতের জন্য শুভকামনা ও দোয়া করি আল্লাহ যেন ওকে দেশ সেবায় নিয়োজিত রাখেন। তিনি তাঁর সন্তানকে বলেন আমরা গর্বিত, তুমি আমাদের গর্ব।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]