অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা জয়নাল আবেদীন

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১১:৩৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১১:৩৬:২৪ অপরাহ্ন
 
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে গত বুধবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন এসব পরিবার।
 
 
খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
 
 
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি তিনি প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।
 
 
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন-আব্দুস ছালামের ছেলে ইব্রাহিম খলিল, হারুনুর রশীদ, রনি, মোহাইমিন, মৃত হাকিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা এবং মৃত আক্কাস আলীর স্ত্রী আকিমুননেছা।
 
 
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, সাখুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম, এবং ছাত্রদলের ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]