
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা জুলাই স্মরণে পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর এলাকার সরকারি ও এমপিওভুক্ত ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট ১৪টি করে চারা এবং প্রশিক্ষিত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চারা সরবরাহের পাশাপাশি সেগুলো রক্ষায় প্রয়োজনীয় বেষ্টনীর ব্যবস্থাও করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং টেকসই সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০ জন দরিদ্র ও অসহায় নারীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। উদ্যোক্তারা মনে করছেন, এ উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, শিক্ষা
কর্মকর্তানুরুন্নাহার, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশিক্ষণপ্রাপ্ত নারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, এই দুটি উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও নারীর আর্থিক স্বাধীনতার পথে এক সাহসী পদক্ষেপ ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে গাছ লাগানো ও পরিচর্যায় সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।