পটুয়াখালীত জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা প্রদান করেন তারেক রহমান

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১১:১৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১১:১৪:৩৯ অপরাহ্ন
 
 
মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী 


বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে  পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশের ৮টি উপজেলা ও ৩ টি পৌরসভা সহ ১৪টি ইউনিট থেকে সারি সারি মিছিল নিয়ে সন্মেলনে জড়ো হয়েছেন। 

 
বুধবার (২রা জুলাই) জেলা ব্যমাগারে বেলা ১১ টায় এবিএম মোশারফ হোসেন এর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন, প্রধান অতিথি ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাব হোসেন চৌধুরী সহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ।


অধিবেশনের প্রথম অংশে বেলা ৩:৩০ এ লন্ডন থেকে ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। দ্বিতীয় অধিবেশনে জেলা ১৪ টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের ১৫১১ জন নেতাকর্মী সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।


এতে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন, মাকসুদ আহমেদ বাইজিদ (পান্না মিয়া) ও স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. মুজিবুর রহমান টোটন, বশির আহমেদ মৃধা, এড. তৌফিক আলী খান কবির, মোঃ সাইদুর রহমান তালুকদার, মোঃ মনিরুল ইসলাম লিটন, দেলোয়ার হোসেন খান নান্নু। 
 অ্যাডভোকেট আব্দুল হক ফরাজীকে কাউন্সিলের নির্বাচন কমিশনারের চেয়ারম্যান করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]