রাজশাহী নগরীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ! গ্রেফতার ধর্ষক বুলবুল

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:৫৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১১:৫৭:০৭ অপরাহ্ন
 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষনের অভিযোগে বুলবুল (২০), নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৩০ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল, সে রাজশাহীর চারঘাট থানার চাঁদপুর কাকড়ামারী গ্রামের মোঃ নাজমুল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

র‌্যাব জানায়, আসামী বুলবুল দীর্ঘদিন যাবত ৭ম শ্রেণীতে পড়–য়া নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারবাহিকতায় গত (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় স্কুলে যাওয়ার পথে চারঘাট থানার মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে বুলবুল তার ভাড়া করা বাসা রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় নিয়ে যায়। পরবর্তীতে বোয়লিয়া থানা পুলিশের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

 

অপহৃত ছাত্রী তার পরিবারকে জানায়, তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বুলবুল। এ ব্যপারে (২৬ জুন), চারঘাট থানায় নারী ও শিশু নির্য়াতন আইন ২০০০ (সংশোধনী ২০২০) একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ২০, তারিখ-২৬/০৬/২০২৫। মামলার পর আসামীকে গ্রেফতারে তৎপর হয় র‍্যাব-৫, এর একটি অভিযানিক দল। অবশেষে সোমবার সন্ধ্যায় মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকা থেকে আসামী বুলবুলকে গ্রেফতার করা হয়।

 

জিজ্ঞাসাবাদের গ্রেফতার বুলবুল ছাত্রীকে ধর্ষণের বিষয়টি সত্যতা স্বীকার করেছে। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]