গফরগাঁও ব্রহ্মপুত্র নদে খেয়ানৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ, ১জনের লাশ উদ্ধার

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:৫৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:৫৭:১৭ অপরাহ্ন
 
 
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার ইউনিয়ন এলাকায় ব্রহ্মপুত্র নদে খেয়া পারাপারের সময় মাঝ নদীতে হঠাৎ নৌকাটি ডুবে যাওয়া ৯ শিক্ষার্থীর মধ্য ৬ জন শিক্ষার্থী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ৩ জন নিখোঁজ হয়ে যায়।
আজ ১জুলাই মঙ্গলবার সকাল ৯ঃ০০ টার সময উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের পার্শ্বে ব্রহ্মপুত্র নদে খেয়া নৌকা ডুবে  এ দুর্ঘটনাটি ঘটেছে। 


নিখোঁজের দুই ঘন্টা পর স্থানীয় লোকজন জাল ফেলে শাপলা আক্তার (১৪) এর রাস উদ্ধার করেছে। শাপলা আক্তার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর ফরাদি ইউনিয়নের চর আলগি গ্রামের মোহাম্মদ মাইনুদ্দিন এর মেয়ে রিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। নিখোঁজ অপর দুজন একই মাদ্রাসার ও একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) মুক্তার উদ্দিনের ছেলে জোবায়ের (৯) দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এদের লাশের কোন সন্ধান পাওয়া যায়নি। গফরগাঁও উপজেলা, পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস টিমের কর্মীরা নিখোঁজ দুজনের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। 

 
এ ব্যাপারে পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, যে নিখোঁজ হওয়া পর একটি লাশ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ দুজনের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবার, গ্রামবাসী ও মাদ্রাসায় শোকের ছায়া নেমে এসেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]