বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল মন্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৫৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৫৫:০৮ অপরাহ্ন


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল মন্নান (৮৫) আর নেই। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম আব্দুল মন্নান পূর্ব সলিয়াবাকপুরসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন।


এদিন সোমবার বাদ আসর বানারীপাড়া পৌরভবন চত্বরে প্রথম ও বাদ এশা সৈয়দকাঠি ইউনিয়নের ভানান গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। সোমবার বাদ আসর পৌরভবন চত্বরে জানাজার পূর্বে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহসান হাফিজ।


এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]