সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আর নেই

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন
 
 
মো: আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের সলঙ্গায়, রামারচর নিবাসী মরহুম আলহাজ্ব ইসাহাক হোসেন খোন্দকার'র বড় ছেলে,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান (তাঁরা) খোন্দকার (৭৫) আর নেই।


রবিবার দিবাগত রাত১টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি----রাজিউন) এমন রাজনৈতিক ব্যক্তির মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাযা আজ সোমবার বাদ যোহর সলঙ্গা কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়ে সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পূর্ণ হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ছেলে, ১মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। 
 
 
মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, উল্লাপাড়া সলঙ্গার সাবেক এমপি জনাব এম আকবর আলী ও রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার সাহেব। 

 
সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনুর পরিচালনায় মরহুমের নামাজে জানাযায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি এবং উল্লাপাড়া-সলঙ্গার সংসদীয় আসনের জামায়েত ইসলামির এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব।

 
এসময় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন, থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ।

 
মরহুমের জানাজায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম ওলামায়েকেরাম সহ হাজারো মুসুল্লিগণ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]