চট্টগ্রামে শ্রমিকদলের অফিস থেকে ১২ জুয়াড়িকে আটক

আপলোড সময় : ০১-০৬-২০২৫ ১০:১২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৫ ১০:১২:৫৮ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাটে অবস্থিত শ্রমিক দলের অফিস থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকাসহ হাতেনাতে ১২ জুয়াড়িকে আটক করেছে চাঁদগাও থানা পুলিশ।


আজ রবিবার (১লা এপ্রিল) দুপুরে নগরের চান্দগাঁও অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৯২০ টাকা ও জুয়া খেলাদ তাস উদ্ধার করা হয়।


সিএমপি’র চান্দগাঁও থানা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রমিক দলের অফিস থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।


আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক হওয়া আসামিরা হলেন, মো. রাকিব (২৩), মো. ফরহাদ (২২), মো. রবিউল হাসান আরমান (২২), আব্দুল লতিফ (৩৫), মো. সুমন চৌকিদার (৩৫), মো. দুলাল (৩৪), মো. জাহাঙ্গীর (২৬), মো. মনির হোসেন (৩৫), মো. রুবেল (৩০), মো. জসিম (৩৭), আব্দুল মান্নান (৩০) ও আব্দুল কালাম আজাদ (৫২) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জানান অভিযান অব্যাহত থাকবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]