২০ বছর বসুন্ধরা গ্রুপের সিমেন্ট ফ্যাক্টরীতে সিবিএ নির্বাচন, এমাদুল সভাপতি, সাইফুল সম্পাদক

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:৫৩:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:৫৩:৩৯ পূর্বাহ্ন
 
 
বাগেরহাট প্রতিনিধিঃ দীর্ঘ ২০ বছর পর উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস লি: এ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ৩১৭ জন শ্রমিক তাদের ভোটাদিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ৮টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

 
এ নির্বাচনে মো. এমাদুল শরীফ সভাপতি ও সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, মো. শাহ আলম সহ-সভাপতি, শাহজাহান শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক, মো. রাসেল হাওলাদার সাংগঠনিক সম্পাদক, মোশারফ হোসেন মোল্যা কোষাধ্যক্ষ, আলাল দপ্তর সম্পাদক, মো. নুরুজ্জামান প্রচার সম্পাদক এবং মো. জাহাঙ্গীর হোসেন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।

 
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘ দুই দশক পর সিবিএ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাম্প্রতিক সময়ে এ নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ও নানা জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নবনির্বাচিত নেতারা আগামী দুই বছর শ্রমিকদের স্বার্থরক্ষা ও ন্যায্য দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবেন বলে জানান।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]