মুলাদীতে ৩দিন ব্যাপী ভূমি মেলার শুভ উদ্ভোধন

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:৩২:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:৩২:০৫ পূর্বাহ্ন


মুলাদী প্রতিনিধিঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি- এ প্রতিপাদ্য-কে সামনে রেখে ৩দিন ব্যাপী ভূমি মেলা ও জনসচেতনতা মূলক সভা গতকাল রবিবার বেলা ৩টায় মুলাদী উপজেলা ভূমি অফিস চত্বরে শুভ উদ্ভোধন করা হয়।


মুলাদী উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) পরাগ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আঃ কুদ্দুস, মুলাদী সদর ইউনিয়নের ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ জমির মালিকগণ। এ সময় ভূমি উন্নয়ন কর পরিশোধে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো উপস্থিত জনসাধারণের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। মেলায় জমির মালিকদের সচেতন করে বলা হয়, দলিল দ্বারা জমির মালিকানা অর্জিত হয়।


নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার সরকারী স্বীকৃতি লাভ করা যায়। ভূমি মালিকানায় সরকারী স্বীকৃতি পাওয়া না গেলে জমি ক্রয় বিক্রয় সম্ভব নয়, দান হেবা বা অন্য কোন প্রকার হস্তান্তর কিংবা জমিতে ভবন নির্মাণের জন্য প্লান পাশ হয় না এবং জমির বিপরীতে ঋণও পাশ হয়না বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার জনাম নিজাম উদ্দিন সকলকে ৩০ জুন,২০২৫ এর মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার অনুরোধ জানান।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]