
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা-২০২৫।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সভাকক্ষেউদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে র্যালী অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জোৎস্না আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা এস. এম. মঞ্জুরুল কাদের এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শাখাওয়াতুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তারা।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জোৎস্না আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা এস. এম. মঞ্জুরুল কাদের এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শাখাওয়াতুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তারা।
ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) জানান, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই মেলা। ভূমি মেলায় থাকছে ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, ডাক বিভাগের মাধ্যমে মৌজা ম্যাপ বিতরণ, জরিপভিত্তিক সেবা প্রদানসহ আরও বিভিন্ন কার্যক্রম।
এছাড়াও, মেলায় উপস্থিত সেবাগ্রহীতাদের সিটিজেন চার্টার অনুযায়ী সরাসরি সেবা প্রদান এবং প্রশ্নের উত্তর প্রদানের জন্য কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।