"বৃটেনের কার্ডিফ ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও ক্রেস্ট বিতরণ,,

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন



সাজেল আহমেদ : "বৃটেনের কার্ডিফের জনপ্রিয় ক্রীড়া সংগঠন কার্ডিফ ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে সেলিব্রিটি ভ্যানুতে গতকাল দূপুর ১ ঘটিকায় কেক কেটে ও মজাদার খাবার পরিবেশন এর মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।


এ বছর ক্লাবের ক্রিকেট টুনামেন্টে বেষ্ট অলরাউন্ডার এ কে সিফার, বেষ্ট বৌলার ওয়েস ফারজান, ও বেটসম্যান সেলিম আক্তারকে ও ক্রেস্ট প্রদান করা হয়।   


ক্লাবের ফাউন্ডার্স সেক্রেটারি ক্যাপ্টেন সাইফুল ইসলাম সিপু ও ক্লাবের ম্যানেজার জুবায়ের ইকবাল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলার আলহাজ্ব আলী আহমেদ।      



বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, সিনিয়র সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, জিল্লুল চৌধুরী, সৈয়দ কাহের, রাসেল রহমান, আতাউল চৌধুরী ব্রাইট ও আহমেদ জাকু খেলোয়াড়দের হাতে ক্রেষ্ট ও পুরুস্কার তুলে দেন। খেলাধূলা আমাদের শরীরচর্চা ও মানসিক বিকাশে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে বলে উল্লেখ করে অতিথি বক্তারা খেলাধুলা শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না।      


গড়ে তোলে আত্মবিশ্বাস’ ও অনন্য সেতু বন্ধন উল্লেখ করে বক্তারা, ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের বিগতদিনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আগামী দিনের পথচলায় কমিউনিটির সবার  সহযোগিতা কামনা করেছেন। ক্লাবের ফাউন্ডার্স সেক্রেটারি ক্যাপ্টেন সাইফুল ইসলাম সিপু তাঁর স্বাগত বক্তব্যে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নতুন জার্সির তাৎপর্য ব্যাখ্যা করে।      


তিনি বলেন, এই জার্সি আমাদের দলের ঐক্য ও সংকল্পের প্রতীক। আমরা আশা করি, এই জার্সি গায়ে খেলোয়াড়রা মাঠে আরও ভালো পারফর্ম করবে এবং ক্লাবের জন্য সম্মান বয়ে আনবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]