
এম মনির চৌধুরী রানা : চট্টগ্রাম বোয়ালখালী হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দীন মোজাদ্দেদী (রহ.)-এর ওফাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা সোহাইল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ মোহাম্মদ বদরুল মনির, সৈয়দ মোহাম্মদ একরামুল হক, সৈয়দ মোহাম্মদ মোদ্দাচ্ছের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, শিক্ষক আলী আহমদ, মো. সওকত, মো. নুরুল আবসার, মো. সাহাব উদ্দিনসহ আরও অনেকে।
স্মরণসভায় বক্তারা বলেন, “যে সমাজে গুণীদের কদর করা হয় না, সে সমাজে আল্লাহ তাআলা আর গুণী মানুষ পাঠান না। মাওলানা শামসুদ্দীন মোজাদ্দেদী (রহ.) এ এলাকার জন্য এক আশীর্বাদ ছিলেন। তিনি দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলে এই জনপদকে আলোকিত করেছেন।”
তারা আরও বলেন, “আজ আমরা যদি গুণীদের সম্মান করি, তবে ভবিষ্যতেও সমাজে গুণীর জন্ম হবে। তাঁর অবদান জাতির সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।