মুলাদী দারুল হিকমাহ মডেল মাদরাসার মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১১:৪৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১১:৪৫:৩৪ অপরাহ্ন


মুলাদী প্রতিনিধিঃ বরিশাল জেলার মুলাদী পৌরসভার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত দারুল হিকমাহ মডেল মাদরাসার পরীক্ষার ফলাফল, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা গতকাল শনিবার ২৪মে বিকেল ৩টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।


চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ ও মুলাদী উপজেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. কবির হোসেন খানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন।


বক্তব্য রাখেন, মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, চাইল্ড কেয়ার স্কুলের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির ও দারুল হিকমাহ মডেল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মো. বেলাল হুসাইনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।


সাংস্কৃতিক সন্ধ্যার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত দেশ বরেণ্য কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মো. ওবায়দুল্লাহ তারেকসহ বরিশালের খ্যাতিমান সাংস্কৃতিক সংগঠন সূচনা সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পীবৃন্দ। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমÐলী দ্বারা পাঠদান ও অভিজ্ঞ হাফেজ দ্বারা নাযেরা ও হিফয বিভাগে পাঠদানের মাধ্যমে হাটি হাটি পা পা করে আজ মাদ্রাসাটি উপজেলার মধ্যে সুনাম অর্জন, জাতীয় ও আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা থাকায় ছাত্র-ছাত্রীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বরিশালের সাংস্কৃতিক সংগঠন সূচনা সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পীবৃন্দের ইসলামী সংগীতে শতশত দর্শকদের মনকেড়ে নিয়েছে।


অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, দারুল হিকমাহ মাদরাসার আহবায়ক মু. মাকসুদুর রহমান ও দারুল হিকমাহ মাদরাসার অধ্যক্ষ কে, এম ইমাম হোসাইন আল- ফাহমিসহ কমিটির সদস্যবৃন্দ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]