
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ৪ নং ধীতপুর ইউনিয়নের অন্তর্গত রান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে পাকা রাস্তা স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে রান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ইউপি সদস্য খন্দকার শানিমুল হাসান, রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খান, রান্দিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খানমসহ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রি সহ এলাকাবাসী বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর তারা একটি স্মারকলিপি প্রদান করে। রবিবার সকালে অবস্থান কর্মসূচীর ঢাক দিয়ে তারা রাস্তা ছেড়ে দেয়।
বক্তারা বলেন, "বিদ্যালয়ের পেছনে বিকল্প রাস্তা থাকলেও সেটি ব্যবহার না করে স্কুল মাঠের মাঝখান দিয়ে চলাচল করে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীরা নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। গত রমজানেও এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল।
তারা অভিযোগ করে বলেন, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও আজও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই যদি দ্রুত সময়ের মধ্যে রাস্তা বন্ধ করে নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত না করা হয়, তাহলে এলাকাবাসী নিজেরাই বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করবেন।