সিরাজগঞ্জের সলঙ্গায় নামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫৪:০৯ অপরাহ্ন


মোঃ কোরবান আলী রিপন, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটি কুমরুল গোল চত্বর সংলগ্ন হাইওয়ে এলাকা থেকে


আজ শুক্রবার ভোর ৫টার দিকে এক অজ্ঞাতনামা (৪০) পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরবেলা হাইওয়ের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ঘটনাস্থলে উপস্থিত সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ এবং আশপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে। একইসাথে, মৃত্যুর রহস্য উন্মোচনে সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।
এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর এবং তদন্ত সাপেক্ষে জানা যাবে।


এদিকে, হাইওয়ে এলাকায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। পুলিশ দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।










 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]