
নিজেস্ব প্রতিবেদক : গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লার বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে ২৩ মে ২০২৫ ইং শুক্রবার বিকাল ৫ টায় সরিকল ইউনিয়ন পরিষদ (হোসনাবাদ) সম্মুখে সরিকল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আক্তার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
এ সময় সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বরিশাল জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সদস্য মঞ্জুর হোসেন মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, স্বৈরাচারী শেখহাসিনার শাসন আমলে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের ভোট বিহীন নির্বাচনের স্ব- ঘোষিত বিজয়ী বর্তমানে অবৈধ কর্মকান্ডে লিপ্ত এবং বিএনপির নেতা কর্মিদের উপর মিথ্যা মামলা হামলা ও নির্যাতন কারী চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার গ্রেফতার দাবিতে আজকের এ কর্ম সুচির আয়োজন করা হয়েছে।
অনতি বিলম্বে এ কর্মসুচি কার্যকর করা না হলে সামনে কঠর পদক্ষেপ নিবেন জনগন এমনটি জানিয়েছেন তিনি।
তিনি বক্তব্যে আরো বলেন, অনিয়মের শির্ষ স্হানে থেকে দলিল রেজিস্ট্রির ২ % পরিষদের নামে বরাদ্দকৃত অর্থ কোন কাজে ব্যাবহার না করে নিজে
(চেয়ারম্যান ফারুক হোসেন) আত্মশোধ করেছেন।
গরীর ও অসহায়দের মাঝে বিনা মুল্যে সরকারের দেয়া বিভিন্ন মুখি কার্ড হাজার হাজার টাকার বিনিময় বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আত্বশোধ করেছেন, জন্ম নিবন্ধন ওয়ারিশ সার্টিফিকেট নামে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা, এ ছারাও কালভাট ব্রীজ রাস্তার নামে বরাদ্দ কৃত টাকার কাজ না করে অনিয়মতান্ত্রিক ভাবে এ সব টাকা আত্বশোধ করে বাড়ি গাড়ি সহ ব্যাবসা প্রতিষ্টান গড়ে তুলেছেন ভোট বিহীন নির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, কোন ক্রমেই এই অবৈধ ভোট বিহীন চেয়ারম্যান দিয়ে পরিষদের কাজ করার নামে টাকা আত্বশোধ মেনে নেবেনা এদেশের জনগন।
একই সাথে ফারুক হোসেন মোল্লার দ্রুত গ্রেফতারে দাবি জানিয়েছেন, সাবেক চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন মিলন অন্যথায় কঠর কর্মসুচির কথাও জানিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সরিকল ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম দুরানী, সরিকল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন, গৌরনদী উপজেলা সাবেক যুবদল নেতা মশিউর রহমান মিরন, সরিকল ইউনিয়ন বিএনপি নেতা আনিচুর রহমান সাগর, সিপন সরদার, মোঃ পলাশ মোঃ এনামুল ফকির, সোহাগ মুন্সি, রাজু হাওলাদার মোঃ আরিফ মোল্লা প্রমুখ।