মেহেন্দিগঞ্জে মেডিকেল ক্যাম্পে সহস্র রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১০:৫৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:০৫:১৯ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। এসব রোগীদের মধ্যে যাদের পরীক্ষা-নিরীক্ষা লেগেছে তাতেও বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া তিন হাজার খাবার স্যালাইন বিলামূল্যে বিতরণ করা হয়।


এই ক্যাম্পের আয়োজন করেন, মেহেন্দিগঞ্জ আল-ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।


সরকারী পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার সকাল ৮টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (অবঃ) ডাঃ মাহবুবুর রহমান, আল-ইসলাম ট্রাস্টের সেক্রেটারী ও মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, মেহেন্দিগঞ্জ পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের প্রমুখ।


বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহবুবুর রহমান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাঃ মাসুদ খান, শিশু বিশেষজ্ঞ ডাঃ গাজী মাহমুদ হাসান রুশো, গাইনী বিশেষজ্ঞ ডাঃ কাজী তৌকিয়া রহমান, ডেন্টাল সার্জন ডাঃ ফারহানা নাজনীন রত্না ও মেডিকেল অফিসার ডাঃ নাঈম সাকির।


ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন, ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। হাসপাতালের প্রতিনিধি হিসেবে ক্যাম্প পরিচালনায় ছিলেন, মার্কেটিং অফিসার মোঃ জাকির হোসেন ও মোহাম্মদ ইউসুফ, ভারপ্রাপ্ত নার্সিং ইনচার্জ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত ফার্মেসী ইনচার্জ মোঃ সাইফুল্লাহ মানসুর, ল্যাব টেকনিশিয়ান মাসুম বিল্লাহ, ফার্মাসিষ্ট আবুল বাশার আকন প্রমুখ।


ক্যাম্পের আয়োজক বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার সারাদিন উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগীদের সেবার খোঁজখবর নেন।


সেবা গ্রহণের পর একাধিক রোগী বলেন, আমরা বরিশালে গিয়ে যেসব ডাক্তারদের চেম্বারে সিরিয়াল দিয়ে দেখাতেও কষ্ট হয়, আজ আবদুল জব্বার ভাইর সৌজন্যে সেসব ডাক্তাররা বাড়ির আঙ্গিনায় এসে আমাদেরকে ফ্রি চিকিৎসা দিলেন। তাছাড়া হাজার হাজার টাকার ঔষধও ফ্রি পেলাম। আগামী দিনে এমন আরো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার দাবি জানাই। এসময় অধ্যাপক মাওলানা আবদুল জব্বার এর ভুয়সী প্রশংসা করেন উপস্থিত জনতা।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]