বোয়ালখালীতে ৩১ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১০:৪৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১০:৪৩:১৫ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা : শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালখালীতে কর্মবিরতি পালন করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ।


এ কর্মসূচি সফলভাবে পালন করায় সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক এক বিজ্ঞপ্তিতে শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারীর প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ ও জাতীয়করণের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করে ও মিথ্যা মামলা দিয়ে শেখ কাওছার আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।


যা ন্যাক্কারজনক ও জঘন্যতম ঘটনা। অনতিবিলম্বে অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে মুক্তি দিতে হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]