বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির সভায় হট্টগোল

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১২:৫৬:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:৫৬:৩০ পূর্বাহ্ন


বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এতে সমাবেশ শেষ না করেই স্থান ত্যাগ করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার খান জাহানিয়া গণ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে।   


সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, মোল্লা রহমাতুল্লাহ নিজ পছন্দের কয়েকজনকে দিয়ে কমিটি গঠনের চেষ্টা করছেন। অভিযোগ ওঠে, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করতে চান তিনি। 


বাগেরহাট জেলা এনসিপির প্রতিনিধি মুহাম্মদ হামিম হুসাইন বলেন, জেলা সার্চ কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আসার কথা ছিল। কিন্তু মোল্লা রহমাতুল্লাহ একাই এসে নিজের পছন্দের লোকদের দিয়ে কমিটি করার চেষ্টা করেন। এতে নেতাকর্মীরা ক্ষুব্ধ হন এবং প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি কাউকে কিছু না বলেই সভাস্থল ত্যাগ করেন। 


তিনি আরও বলেন, যাদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে, তাদের অনেকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। বিষয়টি দ্রুত কেন্দ্রে জানানো হবে।   

এনসিপির আরেক স্থানীয় প্রতিনিধি জাহিদুর রহমান পলাশ বলেন, বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের ষড়যন্ত্র চলছে। আমরা এ নিয়ে সভায় কথা বলতে চাইলেও মোল্লা রহমাতুল্লাহ আলোচনায় রাজি হননি।


এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা প্রতিবাদ জানান। এক পর্যায়ে তিনি কাউকে কিছু না বলে সমাবেশ ছেড়ে চলে গিয়েছেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]