যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্নে ১৭ দফা প্রস্তুতি

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৫১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৫১:১৭ অপরাহ্ন


শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে নানা প্রস্তুতি নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। ঈদের সময় যাত্রীসাধারণের ভোগান্তি কমিয়ে আনতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ১৭টি সিদ্ধান্ত।


গত বৃহস্পতিবার (২২ মে) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরিফা হক।


গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো—
ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয়দিন ভারী যানবাহন (ওভারলোড ট্রাক, কাভার্ডভ্যান, লরি) মহাসড়কে চলাচল বন্ধ থাকবে। যমুনা সেতুর টোলপ্লাজায় বুথ সংখ্যা বাড়ানো হবে, যাতে টোল আদায়ে সময় কম লাগে। ফিটনেসবিহীন ও জরাজীর্ণ যানবাহনের চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।



যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। সিএনজি ও অন্যান্য জ্বালানি ফিলিং স্টেশনগুলো ঈদের আগে-পরে পাঁচদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি ও চাঁদাবাজি রোধে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের টহল বাড়ানো হবে।
এসব পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।


সভায় আরও উপস্থিত ছিলেন—
২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল নাসের উদ্দিন লিয়ন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাভেল, এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমুখ।


টাঙ্গাইল জেলা প্রশাসনের এ উদ্যোগ ঈদযাত্রায় ভোগান্তি কমিয়ে এনে যাত্রীদের মনে স্বস্তি দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]