কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৪:০৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৪:০৪:০৮ অপরাহ্ন
 
 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের


প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম মনির মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইয়াহিয়া, আব্দুল হক, যুথিকা কুণ্ড, সুচরিতা কুন্ড, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ছাত্র অভিভাবক সাখাওয়াত হোসেন, সালমা বেগম প্রমুখ।

 
প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন, আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের বিদ্যালয় পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয় এসে খোঁজখবর নিয়ে যাবেন। তাহলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয় আসলে অতিরিক্ত প্রাইভেট পড়ার দরকার হয় না। বিদ্যালয়ে শিক্ষার্থীরা যতক্ষণ থাকে ততক্ষণ দায়িত্ব আমাদের। শিক্ষার্থীরা বেশিরভাগই বাড়িতে অবস্থান করে তখন আপনাদের তাদের উপর খেয়াল রাখতে হবে। নিয়মিত পড়াশোনা করে কিনা, কোথায় আড্ডা দেয় কার সাথে চলাফেরা করে তার দায়িত্ব আপনার এবং আমাদের উভয়ের।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]