খানসামায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৩:৩০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৩:৩০:০৪ অপরাহ্ন
 
 
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি। 

 
এরই অংশ হিসেবে দিনাজপুরের খানসামায় বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা শাখার উদ্যোগে উপজেলার পাকেরহাট শাপলা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ফার্মেসি মালিকরা অংশগ্রহণ করেন। তারা দাবি তুলে ধরে বলেন, “ঔষধ ব্যবসায়ীরা নানা প্রতিকূলতা সত্ত্বেও মানুষের সেবায় নিয়োজিত। কিন্তু ন্যায্য সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।”

 
ব্যবসায়ীদের উত্থাপিত চার দফা দাবি হলো, ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি করা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও নতুন ঔষধ দিয়ে প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানিগুলো যেন ঔষধ সরবরাহ বন্ধ করা। সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।

 
মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

 
উপজেলা শাখার নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই কর্মসূচি পালন করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে দাবি আদায়, না হওয়া পর্যন্ত।

 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]